ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উনের প্রতি ট্রাম্পের ভালোবাসা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনের প্রতি ট্রাম্পের ভালোবাসা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের সমালোচনা উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রতি পরোক্ষভাবে ভালোবাসা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আয়ারল্যান্ড সফররত ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন।

গত সপ্তাহে  ‘চোসুন ইলবো’ নামে  দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক জানায়,‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়োক চোলসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির শীর্ষ নেতা উন। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ক্ষেপে গিয়ে তিনি এই শাস্তি দিয়েছেন। তবে মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কিম হায়োক চোলকে ফাঁসি দেওয়ার সংবাদ সঠিক নয়। তিনি জীবিত আছেন এবং তাকে কারাগারে আটক রাখা হয়েছে। এছাড়া ভিয়েতনামের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেরওর মর্যাদাতুল্য এবং অন্যতম সমন্বয়ক কিম ইয়ং চোলকে পাঠানো হয়েছে একটি শ্রম শিবিরে। অবশ্য পরের দিন উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উনের পাশে একটি নাট্যশালায় দাঁড়িয়ে আছেন চোল।

এ ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংবাদগুলো সত্য কিনা আমি জানি না। তার দ্রুত কিম জং উনকে দোষারোপ করতে পছন্দ করে।’

চোল সম্পর্কে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা বলেছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তা হয়নি। পরে রাতে তাকে নাট্যশালায় দেখা গেছে। তাই তাকে হত্যা করা হয়নি। অন্য চারজন সম্পর্কে আমি কিছুই জানি না।’

সম্প্রতি বিভিন্ন ইস্যুতেই উন ইস্যুতে সুর নরম করে কথা বলেছেন ট্রাম্প। সর্বশেষ গত মাসে উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই সময় ট্রাম্প বলেছিলেন,‘তারা গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা করে নি।’



রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়