ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ওসামা বিন লাদেন পাকিস্তানের বীর’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওসামা বিন লাদেন পাকিস্তানের বীর’

আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের ‘বীর’ ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

বুধবার মুশাররফের তারিখবিহীন সাক্ষাৎকারটির ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন পাকিস্তানি রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর ।

আল কায়েদার আয়মান আল জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের জালালুদ্দিন হাক্কানিও পাকিস্তানের ‘বীর’ছিলেন বলে মন্তব্য করেছেন মুশাররফ।

তিনি বলেন, ‘যে কাশ্মীরিরা পাকিস্তানে আসতেন, তারা এখানে বীরের মর্যাদা পেতেন। আমরা তাদের প্রশিক্ষণ দিতাম ও সহায়তা করতাম। আমরা তাদেরকে মুজাহিদ হিসেবে বিবেচনা করতাম, যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করবে।  ওই সময়েই লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলোর উত্থান ঘটে। তারা ছিল আমাদের বীর।’

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তানের সুবিধার জন্য ও সোভিয়েতকে আফগানিস্তান থেকে সরাতে ১৯৭৯ সালে আমরা সেখানে ধর্মীয় সন্ত্রাসবাদের সূচনা ঘটাই। সারাবিশ্ব থেকে আমরা মুজাহিদদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দেই এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করি। আমরা তালেবানদের প্রশিক্ষণ দিয়ে (আফগানিস্তানে) পাঠাই। তারা ছিল আমাদের বীর। হাক্কানি ছিলেন আমাদের বীর, ওসামা বিন লাদেন ছিলেন আমাদের বীর। আয়মান আল জাওয়াহিরি ছিলেন আমাদের বীর। তারপর বৈশ্বিক পরিস্থিতি বদলে গেল। বিশ্ব বিষয়গুলোকে অন্যভাবে দেখা শুরু করল। আমাদের বীরেরা সব খলনায়কে পরিণত হলেন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়