ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার মেডিকেল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি আভিযানে নিহত হন। এ ঘটনার জের ধরে ইরায়েলে রকেট হামলা চালায়  ফিলিস্তিনি যোদ্ধারা । ইসরায়েলের পাল্টা হামলায় গত দুদিনে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার ভোররাত থেকে গাজা থেকে ফের ইসরায়েলে রকেট হামলা চালানো হচ্ছিল। এর জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।গাজা সিটিতে নিহত ছয় জনের দেহ শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরা সবাই বেসামরিক নাগরিক এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করতেন বলে তাদের স্বজন ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

একটি পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলায় ওই পরিবারের বাবা ও এক সন্তান নিহত হয়েছেন। আরেক সন্তান গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যায় ইসলামিক জিহাদকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। হামলায় অন্তত তিন রকেট হামলাকারী নিহত হয়েছে।

ইসলামিক জিহাদ সকালে দক্ষিণ গাজায় তাদের দুই যোদ্ধা নিহতের খবর নিশ্চিত করেছে। পরে চিকিৎসা কর্মীরা আরেক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়