ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাড়ির গতি জানাবে গুগল ম্যাপস

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাড়ির গতি জানাবে গুগল ম্যাপস

গুগল ম্যাপস এখন থেকে আপনাকে আপনার গাড়ির গতি জানিয়ে দিবে এবং আপনি গতি সীমা ছাড়িয়ে গেলে আপনাকে সতর্কও করতে পারবে। সম্প্রতি গুগল ম্যাপস অ্যাপে এই ফিচারটি যুক্ত করা হয়েছে, যাতে গাড়ি চালনার সময় আপনি আপনার গাড়িটির স্পিড সম্পর্কে অবগত থাকতে পারেন।

গুগল ম্যাপসে নতুন এই ফিচারটি সক্রিয় করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করা থাকতে হবে। এছাড়াও ইন্টারনেট এবং লোকেশন চালু থাকতে হবে।

যদি আপনার গাড়ির স্পিডোমিটারটি ত্রুটিযুক্ত বা ভেঙে গিয়ে থাকে তাহলে নতুন ফিচারটি চালু করার উপায় জেনে নিন এবার।

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ম্যাপসে স্পিডোমিটার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

* আপনার ফোনের গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন এবং সেটিংসে যান।

* নেভিগেশন সেটিংসে থাকা স্পিডোমিটার টগল চালু করুন।

* এবার এই ফিচারটি সক্রিয় করতে গুগল ম্যাপসে যান এবং উপরের বাম কোণে থ্রি-ডট আইকনে ক্লিক করুন।

* নিচে স্ক্রোল করুন এবং ‘সেটিংস’ এ যান।

* ন্যাভিগেশন সেটিংস বিভাগের মধ্যে স্পিডোমিটার ফিচারটি লুকানো রয়েছে, নেভিগেশন সেটিংস অপশনে ক্লিক করুন। নিচে স্ক্রোল করে স্পিডোমিটার টগলটিকে চালু করুন।

* এবার হোম স্ক্রিনে ফিরে যান এবং যেকোনো নেভিগেশনে প্রবেশ করে নেভিগেশন শুরু করুন। আপনি স্ক্রিনের নিচে বাম দিকে একটি ছোট বৃত্তে নিজের গাড়ির গতির দেখতে পাবেন।

এছাড়াও, স্পিডোমিটার ফিচারটিতে একটি বিল্ট-ইন অ্যালার্ট সিস্টেম রয়েছে, যা গাড়ি যখন নির্দিষ্ট রাস্তার জন্য অনুমোদিত গতির চেয়ে দ্রুত গতিতে চালিত হয় তখন একটি অডিও কিউ বাজায়।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়