ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চকরিয়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৪

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চকরিয়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৪

উল্টে যাওয়া মাইক্রোবাস

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার রায়েরবাগ এলাকার আসাদুজ্জামান বাপ্পীর স্ত্রী কুলসুমা আক্তার (২৫) ও একই এলাকার মো. জিকুর স্ত্রী আয়েশা আক্তার শিল্পী (২০), ঢাকার সবুজবাগ এলাকার আয়াত আলীর ছেলে আমির হোসেন (৩৫) ও একই এলাকার মোহাম্মদ কিবরিয়া (৩০)।  আহতদের পরিচয় জানা যায়নি।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে মাইক্রোবাসটি কক্সবাজার যাচ্ছিল। পথে চকরিয়া উপজেলার গয়ালমারা এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন আহত হন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত সাতজনের মধ্যে দুজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের জমজম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মিজানুর কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার মোহাম্মদ দানুর ছেলে।



রাইজিংবিডি/কক্সবাজার/২৫ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়