ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে চনমনে সাকিব-মুশফিকরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে চনমনে সাকিব-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।

গতকাল রাতে চট্টগ্রাম পৌঁছায় টিম টাইগার। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে কঠোর অনুশীলন। পুরো দল নিয়ে অনুশীলনে নেমে পড়েন প্রধান কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। কোমরে ব্যথার কারণে দু’দিন বিশ্রামে থাকার কথা ছিলো লিটন কুমার দাশের। কিন্তু তাকেও আজ অনুশীলনে দেখা গেছে।

ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল সেশন করেছেন ক্রিকেটাররা।  নেটে প্রত্যেককে আলাদা আলাদা সময় দিয়েছেন ডমিঙ্গো। জাতীয় দলের নতুন ফিজিওথেরাপিস্ট জুলিয়ান কালেফাতোও সবার সঙ্গে আলোচনা করেছেন সময় নিয়ে। ৪০ বছর বয়সি অভিজ্ঞ এই ফিজিওথেরাপিস্ট আজ দলের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন।

অনুশীলনে পুরো দল ছিল চনমনে।  বিশ্বকাপের পর শ্রীলংকা সফর। কোনটাতেই তেমন সুখস্মৃতি নেই টিম টাইগারদের। টেস্টের বিরতীও বেশ লম্বা। নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামার অপেক্ষায় টিম বাংলাদেশ।

৫ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।  এর আগে আরও দুদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন সাকিব, মুশফিকরা।  মঙ্গলবার দুপুর ২টায় অনুশীলনে নামার কথা ক্রিকেটারদের।  আর তার আগেই গণমাধ্যমে কথা বলবেন প্রধান কোচ ডমিঙ্গো।

দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল সকাল ১০টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়