ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চট্টগ্রামে চলছে টানা বৃষ্টি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে চলছে টানা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে চলছে টানা বৃষ্টিপাত। ভারতের ওড়িষায় আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে এই টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দুদিন থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। দূর্ভোগে পড়েছে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুদিন চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের এই কর্মকর্তা জানান।

এদিকে টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদ সিডিএসহ বেশ কিছু এলাকায় জলজট রয়েছে। বৃষ্টির ফলে ছুটির দিন সকালে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ অক্টোবর ২০১৮/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়