ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবিতে আবৃত্তি উৎসব

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে আবৃত্তি উৎসব

জবি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের উদ্যোগে তৃতীয় আবৃত্তি উৎসব-২০১৯ হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

উৎসবে কবি নির্মলেন্দু গুণকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ পদক প্রদান করেন উপাচার্য্ অধ্যাপক ড. মীজানুর রহমান।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের পাশাপাশি কবি নির্মলেন্দু গুণসহ বিভিন্ন আবৃত্তি সংগঠন এবং আমন্ত্রিত ও একক আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৩ এ‌প্রিল ২০১৯/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়