ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোয়াইনঘাটে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্কিপুর ব্রিজটি ভেঙে পড়ায় সারীঘাট-গোয়াইনঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে গোয়াইনঘাটের সাথে সিলেট জেলা সদরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

স্থানীয় সংবাদকর্মী রাসেল আহমদ সিরাজী রাইজিংবিডিকে জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ওঠার পরই ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এর আগে গত বছরও একইভাবে ব্রিজটি ভেঙে পড়েছিল বলেও জানান তিনি। পরে সংস্কার করা হলেও তা ভারী যান চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়াতে এক বছরের মাথায় ফের ভেঙে পড়ল।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল রাইজিংবিডি জানান, বেইলি ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়েছেন। বিষয়টি তিনি সিলেট সড়ক ও জনপথ বিভাগকেও অবগত করেছেন। দ্রুত তা সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে বলেও জানান তিনি।

 

রাইজিংবিডি/ সিলেট/ ০৭ জুলাই ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়