ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রেনে ভিড় আছে,তবে উপচেপড়া নয়

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনে ভিড় আছে,তবে উপচেপড়া নয়

নিজস্ব প্রতিবেদক: প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটিতে যাওয়ার সময় যতোটা ভিড় ছিল ফেরার বেলায় ততো ভিড় অবশ্য এখনো দেখা যায় নি। শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এমন চিত্রই দেখা গেছে।

ফিরে আসা যাত্রীরা বলছেন, ট্রেনে ভিড় ছিল তবে তা উপচেপড়া না।

বেলা সোয়া ১১ টায় কমলাপুর স্টেশনে আসে সিরাজগঞ্জ এক্সপ্রেস। কথা হয় এই ট্রেনে আসা রোকেয়া বেগমের সাথে।

তিনি বলেন, ‘যাওয়ার সময় যেভাবে উপচেপড়া ভিড়ের মধ্যে কষ্ট করে গিয়েছিলাম, আসার সময় সেই রকম ভোগান্তিতে পড়িনি। ভিড় ছিল তবে তা উপচেপড়া না।’

একই ট্রেনে আসা আরেক যাত্রী রফিকুল আলম বলেন, ‘গ্রামে গেলে আর আসতে ইচ্ছে করে না। কিন্তু কি আর করার! কর্মের জন্য তো রাজধানীতে আসতেই হবে।’

শুক্রবার কমলাপুর স্টেশনে কতটি ট্রেন এসেছে নিশ্চিত করে বলতে পারেননি স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, বেলা সোয়া ১১ টা পর্যন্ত আটটি ট্রেন এসেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/সাওন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়