ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় ওস্তাদ আচার্য জয়ন্ত বোস

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ওস্তাদ আচার্য জয়ন্ত বোস

ওস্তাদ আচার্য জয়ন্ত বোস

আমিনুল ইসলাম শান্ত : ঢাকায় এসেছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতজ্ঞ আচার্য জয়ন্ত বোস। আজ বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি পংকজ বসু।

আগামী ৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে আচার্য জয়ন্ত বোসের একক সংগীত সন্ধ্যা। এই একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ।

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে পংকজ বোস বলেন, ‘তিনি ঢাকায় পৌঁছেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সংগীতপ্রেমীরা সংগীতের প্রকৃত রসবোধ আস্বাদনের সুযোগ পাবেন। উনার মতো সংগীত সাধকের সান্নিধ্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

পংকজ বোস জানান, ৩ মার্চ সংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশনের পর আচার্য জয়ন্ত বোস শিল্পকলা একাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতের ৩ দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৮ মার্চ আচার্য জয়ন্ত বোসকে কেন্দ্র করে এক সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আচার্য জয়ন্ত বোস আন্তর্জাতিক সংগীতাঙ্গনে এক নক্ষত্র। যিনি একাধারে ভোকাল সিম্ফনি, তাল নাটিকা, তবলা সিম্ফনি, মেলবন্ধন, বেঙ্গলি ক্যানটাটা অপেরা, ক্ল্যাসিক্যাল অর্কেস্ট্রা, মিউজিক মাইম, ওমনি-শৃঙ্গার, বেঙ্গলি ফিউশন মিউজিকের স্রষ্টা।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৭/শান্ত/মারুফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়