ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তুমি বরং ফিরেই যাও

অনিন্দ্য আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ২০:৫৯, ১০ জুন ২০২৩
তুমি বরং ফিরেই যাও

|| অনিন্দ্য আসাদ ||

তুমি বরং ফিরেই যাও
কী লাভ এখানে থেকে-
যেখানে সমস্ত গাছ থেকে
পাতা ঝরে গেছে,
ফুল ঝরে গেছে,
বাগানের পাখিগুলো শ্বাসকষ্টে ভুগছে
তারা আর গাইতে পারে না, কী হবে-
এখানে বসে থেকে?
তুমি বরং ফিরেই যাও
এখানে শুধু ধু ধু মরুভূমি,
শকুনের চিৎকার, প্রচণ্ড তাপদাহ
বৃষ্টির লেশমাত্র নেই, পুড়ে যাবে
তোমার সুকোমল দুটি পা-
তুমি থাকতে পারবে না এখানে।
তুমি বরং ফিরেই যাও
এখানে থাকলে অপবাদের নোংরা কালি
লেগে যাবে তোমার সুন্দর মুখটাতে,
সবাই তোমাকে ছেড়ে চলে যাবে
সবাই মুখ ফিরিয়ে নেবে
সবাই ছি ছি করবে।
তুমি বরং ফিরেই যাও
কী লাভ হবে এখানে থেকে?
কেউ মেনে নেবে না দুজনার এ জীবন।
এখানে কেবল কান্নার সুর
অশ্রু নদীতে সাঁতার কাটা
উল্টো দিকে হাঁটা
এত কষ্ট তুমি সইতে পারবে না,
তুমি বরং ফিরেই যাও
তোমার জন্য সুন্দর আগামী
অপেক্ষা করছে।



কেরাণীগঞ্জ, ঢাকা থেকে।



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়