ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তুষারের চোখে সামাজিক দায়বদ্ধতা

মীর মারুফ তাসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুষারের চোখে সামাজিক দায়বদ্ধতা

দেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তরুণরা। এসব তরুণদের প্রতিনিধি হয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশের উত্তর প্রান্তের তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের সন্তান তানভীর আনজুম তুষার।

তিনি স্বপ্ন দেখেন শোষণ, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলার, যেখানে সব কিছুর উর্ধে মানুষ মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবে। তার লালিত স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যেমন সফলতার সাথে কাজ করছেন, তেমনি একজন তরুণ সামাজিক উদ্যোক্তা হিসেবেও নিজের জায়গা করে নিয়েছেন।

কাজ করছেন দেশের সর্ববৃহৎ যুব সংগঠন ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে। এ সংগঠনের হয়ে সমগ্র বাংলাদেশের ৪০টি জেলায় ৩৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীদের নেতৃত্ব দিচ্ছেন। দেশের তৃণমূল পর্যায়ের নারীদের স্বনির্ভর করার অংশ হিসেবে দেশের ২০টি জেলায় বাংলাদেশ সরকারের অর্থায়নে বিউটিফিকেশন এবং পার্লার ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে এই তরুণ।

দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন ‘উত্তরণ পাঠশালা’। বর্তমানে ২৪ জন পথশিশু, সেখান থেকে তাদের মৌলিক শিক্ষার চাহিদা পূরণ করছে। দেশের দুর্গম চরাঞ্চল সিরাজগঞ্জের বড়ধুল, চৌহালি ও শাহজাদপুরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় যুবকদের নিয়ে শিশু অধিকারে কাজ করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী পরিচালিত জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচার’ কর্মসূচিও দেশের বিভিন্ন উপকূলীয় জেলা ও উপজেলায় পালন করে আসছেন।

দেশের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসনেও তিনি তার মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামনের কাতারে থেকে প্রতিহত করে চলেছেন প্রতিনিয়ত।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মুমূর্ষু ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা মেটাতে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন দেশের সর্ববৃহৎ রক্তদাতাদের সংগঠন ‘বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরাম’ এর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে।

এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন বানান শুদ্ধকারী বাশু, কিআ বুক ক্লাব বেলকুচি, চেয়ারম্যান স্পেশাল অ্যাম্বাসেডর পাঠাগার আন্দোলন বাংলাদেশ, যুব সাংসদ- ইয়ুথ পার্লামেন্ট ফর এক্সপ্লোর ডিজিটাল বাংলাদেশ, টিম লিডার পরিবর্তন চাই।

দীর্ঘ ৮ বছরের এই সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক, বিজয় ফাউন্ডেশন থেকে সেরা সংগঠক-২০১৬, বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরাম থেকে দেশ সেরা সেচ্ছাসেবক পদকে ভূষিত হয়েছেন।

শান্তির পথে তরুণদের অংশীদারিত্ব বাড়াতে অগ্রগতির মশাল হাতে তরুণদের প্রতিনিধি হয়ে মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে গড়তে চান আগামীর সোনার বাংলা। তার এই কাজে সহযোগিতা এবং সবসময় পাশে যারা প্রেরণা যুগিয়েছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লেখক: শিক্ষার্থী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


ঢাকা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়