ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দুদক ও অক্সফামের মধ্যে সমঝোতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদক ও অক্সফামের মধ্যে সমঝোতা

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীল করাসহ এ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অক্সফাম ইন বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে দুদকের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল এবং অক্সফামের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের সচিব মুহাম্মদ দিলওয়ার বখত।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পাস্পরিক সহযোগিতার জন্য দুদক ও অক্সফামের যৌথ অংশীদারিত্ব ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ সমঝোতা স্মারকের মেয়াদ হবে পাঁচ বছর।

এ সমঝোতার আওতায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুদ্ধাচার প্রতিষ্ঠা ও উত্তম চর্চা বিকাশে কার্যক্রম পরিচালনা এবং সুশাসন ও দুর্নীতি সংক্রান্ত নাগরিক সংলাপসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়