ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধোনিকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধোনিকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ভারত শুধু সিরিজই জেতেনি, অধিনায়ক বিরাট কোহলি উঠে গেছেন নতুন উচ্চতায়। টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক এখন তিনিই।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নতুন রেকর্ড গড়েছেন কোহলি। ২৮ টেস্ট জিতে তিনি ছাড়িয়ে গেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (২৭)।

ধোনির জয়ের শতকরা হার ছিল ৪৫ শতাংশ। তার নেতৃত্বে ভারত ৬০ ম্যাচে ২৭ জয়ের পাশাপাশি ১৮টি হেরেছিল, ১৫টি ড্র করেছিল।

সেখানে কোহলির জয়ের শতকরা হার দুর্দান্ত, ৫৮.৩৩- ভারতের অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। কোহলির নেতৃত্বে ৪৮ টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৮টি, হেরেছে ১০টি, ড্র করেছে ১০টি। 

প্রাক্তন দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২১ জয় নিয়ে তৃতীয় ও মোহাম্মদ আজহারউদ্দিন ১৪ জয় নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন।

এর আগে অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে সৌরভকে ছাড়িয়ে যান কোহলি। বিদেশের মাটিতে ২৭ টেস্টে অধিনায়ক কোহলির জয় এখন ১৩টি। ২৮ ম্যাচে ১১টি জিতেছিলেন সৌরভ।

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়