ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেইমারের গোলে হার এড়াল ব্রাজিল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের গোলে হার এড়াল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : ফেরার ম্যাচে গোল করলেন, গোল করালেনও। কিন্তু ম্যাচটা স্মরণীয় করে রাখলেন পারলেন না নেইমার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিল।

গোড়ালির চোটে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। খেলতে পারেননি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা আসরে।

এই মৌসুমে পিএসজি ছেড়ে বার্সেলোনাতেও যাওয়া হয়নি তার। ক্লাব কিংবা দেশের হয়ে চলতি মৌসুমে এই প্রথম তিনি কোনো ম্যাচ খেললেন।

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচের ১৯ মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে হেডে গোলটি করেন কাসেমিরো।

এগিয়ে যাওয়ার আনন্দটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলের। পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মুরিয়েল।

৩০ মিনিটে আবার বল ব্রাজিলের জালে জড়িয়েছিল কলম্বিয়া। তবে অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন মুরিয়েল।

বিরতির পর ৫৮ মিনিটে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান নেইমার। দানি আলভেজের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সি ফরোয়ার্ড। দেশের হয়ে এটি তার ৬১তম গোল।

শেষ দিকে একের পর এক আক্রমণ করে গেছে ব্রাজিল। তবে আর কোনো গোল পায়নি সেলেসাওরা।

নিজেদের পরের প্রীতি ম্যাচে মঙ্গলবার পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। একই দিন কলম্বিয়া লড়বে ভেনেজুয়েলার বিপক্ষে।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৯/পরাগ    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়