ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুড়ছে পৃথিবীর ফুসফুস

জেনিস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুড়ছে পৃথিবীর ফুসফুস

রাইজিংবিডি ডেস্ক : প্রচণ্ড দাবানলে পুড়ছে আমাজন। পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজনের বনাঞ্চলে আগুন লাগার পর বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আগুনের কারণে বায়ুমণ্ডলে যোগ হচ্ছে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড। আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি যুদ্ধবিমানের সাহায্যে পানি ঢালা হচ্ছে।

নিচের ছবিগুলো বলে দিচ্ছে আমাজনের দাবানল কতটা ভয়াবহ রূপ নিয়েছে।

ভয়াবহ আগুনে পুড়ে কয়লা হচ্ছে শতসহস্র বর্গমাইলের চিরহরিৎ বন

 


প্রায় ৫৫ লাখ বর্গকিলোমিটার আয়তনের আমাজন বন আকারে ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক

 


চলতি বছরের আগস্ট পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতবারের চেয়ে ৮৫ শতাংশ বেশি (৭৪ হাজার বার)

 


বনে প্রায় ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে । বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন তৈরি করে এই বন

 


আমাজনের আগুনের কারণে তৈরি হওয়া ধোঁয়া সুদূর আটলান্টিক উপকূল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই বন থেকে প্রায় তিন হাজার ২০০ কিলোমিটার দূরে সাও পাওলোর আকাশ ধোঁয়ায় কালো হয়ে গেছে

 


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রোরাইমা, আক্রে, রন্ডোনিয়া ও আমাজোনাস অঙ্গরাজ্যের বনাঞ্চল

 


পরিবেশবিদদের মতে, বায়ুমন্ডলের ২০ শতাংশ অক্সিজেনের উৎস আমাজনের জঙ্গল। আগুনে বিপুল পরিমাণ গাছ নষ্ট হওয়ায় তার প্রভাব পড়বে সারা বিশ্বে

 


ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর নির্দেশে আমাজনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীও

 


আগুন নেভাতে বোয়িংয়ের একটি সুপার ট্যাংকার বিমান ভাড়া করে শুক্রবার থেকে আমাজনে পানি ঢালতে শুরু করেছে বলিভিয়া সরকার

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/জেনিস/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়