ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রসূনের গান

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রসূনের গান

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 



|| অহ নওরোজ ||

নিভিয়ে দিলাম মোমের শিখা।
অতঃপর
মদের মতন আবহাওয়া,
মুক্তার মত রং; নরম আলো,
আর নীরব অন্ধকার মাখানো আকাশ
আমায় ঘিরে ধরে।

হায় নিঃসঙ্গতা !
এক শহর লোকের মাঝে
আমি বড় একেলা।
ভাগ্যিস!
মায়া ছিল,
ছায়া ছিল,
প্রেম ছিল,
আনন্দ ছিল ফাল্গুনের।
রং আর সুরভী ছিল প্রসূনের।
আহা প্রসূন!
কারো জন্মরঙে চেরি রঙের ভেলভেট
কারো রক্তলাল সিল্ক,
কেওবা তুষার বনফুল।
যেন রকমারি উজ্জ্বলতায়  ভরা
প্রতিটি প্রসূন।

এদের রং
আমাকে বর্ণালী বিস্ময় ও
আগ্রহ দিয়েছে জীবনের।

এদের ঘ্রাণ
সুগন্ধির তসবীর দিয়েছে জ্যোৎস্নায়,
কিংবা সংজ্ঞাহীন আনন্দ দিয়েছে
পোষা বর্ষায়।

তাই সমস্ত নিঃসঙ্গতা যখন
নেমে এসেছে ধীরে,
আমার বক্ষের প্রতিটি নালি,
শরীরের প্রতিটি ঘ্রাণেন্দ্রিয়,
মস্তিষ্কের সকল নিউরনে
এদের গান বেজে চলে অবিরত।
আমি বেঁচে থাকি,
ভালো থাকি,
সুখে থাকি
এইসব প্রসূন সন্ধ্যায়।



নয়াপল্টন, ঢাকা



রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়
             

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়