ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’

বিনোদন ডেস্ক: এর আগে ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কলকাতার পরিচালক অতনু ঘোষের সঙ্গে কাজ করেছিলেন জয়া আহসান। অতনু এবার নির্মাণ করছেন ‘রবিবার’ নামে চলচ্চিত্র। এতেও জয়ার উপর আস্থা রেখেছেন এই পরিচালক।

জয়া আহসানের ভাষার, ‘অতনু দার ট্রিলজির দুটিতেই অভিনয়ের সৌভাগ্য হয়েছে। আবারো আমার উপর ভরসা করার জন্য অতনু দাকে ধন্যবাদ জানাই।’

চলচ্চিত্রটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন তারা। জয়া আহসান বলেন, ‘বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এটি প্রথম কাজ। এজন্য উচ্ছ্বাস কাজ করছে। তার মতো ক্ষমতাধর ও অভিজ্ঞ একজন শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাকিটা আমাদের কাজ কথা বলবে।’

গতকাল মঙ্গলবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য চলচ্চিত্রটির পোস্টার প্রকাশিত হয়েছে। এ সময় প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ উপস্থিত ছিলেন। শিল্পী নির্বাচনের বিষয়ে অতনু ঘোষ বলেন, ‘প্রসেনজিৎ চ্যাটার্জি ও জয়া আহসান এর আগে একসঙ্গে কাজ করেননি। তাই আমার খুব আগ্রহ ছিল তাদের নিয়ে একসঙ্গে কাজ করার। আমি মনে করি, প্রসেনজিৎ–জয়ার জুটি দুই বাংলাতেই গ্রহণযোগ্য হবে।’

চলচ্চিত্র প্রসঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, ‘ময়ূরাক্ষীর পর অতনুর সঙ্গে আমার এটি দ্বিতীয় চলচ্চিত্র। পরশু দিন থেকে শুটিং শুরু হবে। কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। কারণ এর আগে এ ধরণের চরিত্রে অভিনয় করিনি। ভারত বর্ষের দর্শকও এ ধরনের চরিত্র দেখেননি। চরিত্রটির অদ্ভূত দিক আছে, জাদুকরী শক্তি আছে, যা সে ব্যবহার করে। তার জীবন থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তির সঙ্গে এক রবিবার দেখা হয়। আর এ বিষয়টি নিয়েই চলচ্চিত্রটির গল্প।’

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়