ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোলার সড়কে যান চলাচলে এ কেমন বাধা!

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলার সড়কে যান চলাচলে এ কেমন বাধা!

ভোলা সংবাদদাতা: ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দুটি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি চক্র। এতে যানবাহন চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গজারিয়া বাজার থেকে রাড়ীর হাট পর্যন্ত সড়কের দুই মাথায় রাস্তার মাঝখানে কাঠ পুতে রাখা হয়। অপরদিকে গজারিয়া বাজারের পশ্চিম পাশের বেড়ির হাট বাজার সংযোগ সড়কের উত্তর মাথায় রাস্তাকেটে বড় গর্ত খুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটনো হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে অজুহাতে এখানকার ইউপি সদস্য ইমাম হোসেন ওই অঞ্চলের ইটভাটা থেকে ট্রাকে করে ইট নিয়ে আসা যাওয়ার সময়ে ড্রাইভারদের কাছ থেকে চাঁদা দাবী করছে।

চাঁদার টাকা না দেওয়ার কারণে কাঠ পুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মেসার্স আফিয়া ইটভাটার মালিক বাহালুল জানান, তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইটভাটা তৈরি করে সরকারের সব নিয়ম কানুন মেনে ব্যবসা করেন। অথচ একটি গ্রুপ রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইটভাটার গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। এ ব্যপারে তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ওই ইউনিয়নের ব্যবসায়ী শামিম, কামাল, মনজুসহ আরো ৬টি ইটভাটার মালিকরাও এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য ইমাম বলেন, ‘ইটের গাড়ি রাস্তা দিয়ে আসা যাওয়ার কারণে রাস্তা ক্ষতি হচ্ছে। তাই এটা করা হয়েছে।’




রাইজিংবিডি/ ভোলা/৯ ফেব্রুয়ারি ২০১৯/ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ