ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘মাদক জাতিকে ধ্বংস করে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাদক জাতিকে ধ্বংস করে’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে।

শনিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (বিএমএআরপিসি) প্রাঙ্গণে ‘নন্দিত তারুণ্যে প্রদীপ্ত রউফিয়ান’ শীর্ষক ‘নবীনবরণ ও ট্যালেন্ট শো’-২০১৯ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজিবির মহাপরিচালক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের বাবা মা অনেক আকাঙ্খা নিয়ে লেখাপড়া করাচ্ছেন। মা বাবার আকাঙ্খার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনে হয়, সেই ব্রত নিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজিবিসহ যেকোনো সরকারি চাকরিতে নিয়োগ পেতে বাধ্যতামূলক ডোপ টেস্টের কথা উল্লখ করে তিনি বলেন, চাকরি পেতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে বিএমএআরপিসির অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়