ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মার্শালের অষ্টাদশ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্শালের অষ্টাদশ সেঞ্চুরি

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি করেছিলেন শামসুর রহমান শুভ। আজ মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ঢাকা মেট্রোর আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়্যুব। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টাদশ সেঞ্চুরি।

গতকাল সোমবার ৭৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলেন মার্শাল। আজ সকালে সিলেট বিভাগের রেজাউর রহমানের ৮৬তম ওভারে প্রথম চার বলে কোনো রান নেননি। পঞ্চম বলটিকে চারে পরিণত করে ৯৯ থেকে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ১৭০ বল খেলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন এই ব্যাটসম্যান। অবশ্য দলীয় সংগ্রহকে দ্রুত বাড়াতে গিয়ে মারমুখী ব্যাটিং করতে হয় তাকে। সেটা করতে গিয়ে অলক কাপালির বলে বোল্ড হয়ে যান তিনি। যাওয়ার আগে ২১২ বল খেলে ২১টি চার ও ১ ছক্কায় ১৬৩ রান করে যান। তার সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো।

এর আগে ১৩৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মার্শাল রান করেছেন ৭৬১১টি। যেখানে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি ৩৮টি হাফ সেঞ্চুরিও ছিল। তার ক্যারিয়ার সেরা ইনিংস ২৮৯। আজ কতদূর যেতে পারেন দেখার বিষয়।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়