ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রওশন এরশাদের কোন কথা নেই জাপায়’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রওশন এরশাদের কোন কথা নেই জাপায়’

জ্যেষ্ঠ প্রতিবদেক: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে চলবে। এখানে রওশন এরশাদের কোনো কথা নেই।’

বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে এরশাদের স্মরণসভায় বিরোধী উপনেতার সমালোচনা করে তিনি একথা বলেন।

রাঙ্গা বলেন, ‘আমি গতকালও (বুধবার) রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, জিএম কাদের দল চালাবে।’

জিএম কাদেরের বিরোধীদের উচিত শিক্ষা দেয়ার হুমকি দিয়ে জাপা মহাসচিব বলেন, ‘পার্টিতে যারা গ্রুপিং করার চেষ্টা করছে, তাদের একটু সাইজ করা দরকার। কার্ট টু সাইজ করতে হবে।’

সরকারের রোষানলে পড়ার শঙ্কা

ভবিষ্যতে সরকারের রোষানলে পড়ার আশঙ্কার কথা তুলে ধরেন জাপা মহাসচিব বলেন, ‘আমি এক সভায় বলেছিলাম, দুই নাগিনীর একই বিষ, নৌকা আর ধানের শীষ। এই বক্তব্যে পর আমাকে জবাব দিতে হয়েছে। আমাকে বলা হলো, দুই দলের ভালো সম্পর্কের কথা। আমি বললাম, দল বাদ দিয়ে সম্পর্ক হতে পারে না। আগে আমার দল।’

‘পার্টি শক্তিশালী হলে অনেকের বিরাগভাজন হতে পারেন। এতে ঝুট-ঝামেলা আসতে পারে। আলরেডি আলামত পাওয়া যাচ্ছে। তাই বাড়িতে স্ত্রীর কাছে খরচ দিয়ে রাখবেন। আমিও রেডি আছি। আমি হুমকিকে ভয় পাই না। আমরা ছোটো দল নাকি বড় দল ২০২৩ সালে প্রমাণ করে দেব’- বলেন জাপা মহাসচিব।

ডেঙ্গুর ভয়ে স্বাস্থ্যমন্ত্রী পালিয়েছিলেন

ডেঙ্গু নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে রাঙ্গা বলেন, ‘অর্থমন্ত্রী ডেঙ্গুর কারণে বাজেট বক্তৃতা করতে পারেন নি। এর চেয়ে বড় লজ্জার কিছু নেই। আপনাদের  একটা মশা মারার ক্ষমতা নেই। কেমন আপনারা!’

স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে জাপা মহাসচিব বলেন, ‘আমার মনে হয় উনি ডেঙ্গুর ভয়ে পালিয়েছিলেন। এ অবস্থায় কেউ দেশের বাইরে যায়? পরে সমালোচনার ভয়ে তিনি ফিরে এসেছেন। এরশাদ সাব যখন ক্ষমতায় ছিলেন, তখন সকালে বিকেলে ফ্লাগ চেক করতে হতো মন্ত্রীদের। তখন জবাবদিহিতা ছিলো, এখন কোনো জবাবদিহিতা নেই।’

ভারতে সমালোচনা করে রাঙ্গা বলেন, আন্তর্জাতিক রাজনীতির কারণে এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়েছে। পাকিস্তান যখন এক দিনে ৪২টি প্লেন বাংলাদেশকে দিলো, সেদিনই ষড়যন্ত্র শুরু। তখন রাজীব গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। উনি বললেন, এরশাদকে আর বিশ্বাস করা যায় না। ভারতের কারণে এই পরাজয়।

প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে স্মরণসভায় দলের চেয়ারম্যান জিএম কাদের এমপিসহ নেতারা উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়