ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রঙ বাংলাদেশে শারদীয় পোশাক

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রঙ বাংলাদেশে শারদীয় পোশাক

আর কদিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উৎসবে। আর প্রতিবছরের মতো এবারও নজরকাড়া শারদীয় পোশাক নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ।

শারদীয় আয়োজনকে অনিন্দ্যসুন্দর করতে ফ্যাশন হাউজটি পোশাকে থিম হিসেবে বেছে নিয়েছে সন্দেশ, কলমকারি, দেবী দুর্গার অলংকার ও মন্ত্র। এবারের শারদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। মূলত তাঁতে বোনা সুতি কাপড়, ভয়েল, লিলেন, এছাড়াও আছে এন্ডি কটন, ধূপিয়ান, হাফসিল্ক ও জর্জেট। পোশাকে মূল রঙ হিসেবে বেছে নিয়েছে সাদা, অফ হোয়াইট, ক্রিম, বিস্কুট, লাল, মেরুন, রয়েল ব্লু, নেভী ব্লু, মেজেন্টা, গোল্ডেন হলুদ, গেরুয়া ও গাজর কমলা। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এম্ব্রয়ডারি, মেশিন এম্ব্রয়ডারি, প্যাচওয়ার্ক ইত্যাদি।

রঙ বাংলাদেশে শারদ সংগ্রহে সকল বয়সের সবার জন্যে রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের শাড়ি, থ্রিপিস, টু-পিস, কামিজ, সিঙ্গেল কুর্তি, স্কার্ট টপস, ফ্রক, ব্লাউজ, পালাজ্জো, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, কাতুয়া, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, ধুতি, লুঙ্গি, উত্তরীয় ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্যে।

আরো রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, মানিব্যাগ, বেডকাভার, পিলো কাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগ সহ নানান ধরনের গৃহস্থালি ও উপহার সামগ্রী।

পোশাকের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। মেয়েদের পোশাকের ক্ষেত্রে তাঁতের সুতি শাড়ি ৮৫০-৪,৫০০ টাকা, তাঁতের সিল্ক শাড়ি ২,৫০০-৭,৫০০ টাকা, ব্লকপ্রিন্ট/স্ক্রিনপ্রিন্ট শাড়ি ১,৩৫০-৪,৫০০ টাকা, হাফ সিল্ক শাড়ি ২,৫০০-৬,৫০০ টাকা, মসলিন শাড়ি ৮,০০০-২০,০০০ টাকা, সিঙ্গেল কামিজ ১২০০-২০০০ টাকা, থ্রিপিস ২০০০-৪০০০ টাকা, আনস্টিচ ১,২০০-৩,৫০০ টাকা, লং-স্কার্ট সেট ১,৫০০-৩,৫০০ টাকা, টপস ৮০০-২০০০ টাকা, পালাজ্জো ৪০০-১০০০ টাকা।

ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি ৮৫০-৫,০০০ টাকা, কাতুয়া ৭৫০-১০৫০ টাকা, ফতুয়া ৬৫০-৯৫০ টাকা, শার্ট ৬৫০-১৬৫০ টাকা, টি-শার্ট ৩৫০-৫৫০ টাকা, ন্যারো পায়জামা ৫০০-৬৫০ টাকা, লুঙ্গি ৪০০-১৫০০ টাকা, ধুতি ৫০০-৯৫০ টাকা।

বাচ্চা মেয়েদের শাড়ি ৭০০-১২৫০ টাকা, থ্রিপিস ৯৫০-১৫০০ টাকা, ফ্রক ৭৫০-১০০০ টাকা। বাচ্চা ছেলেদের পাঞ্জাবি ৫৫০-১০০০ টাকা, শার্ট ৩০০-৬৫০ টাকা, টি-শার্ট ৩৫০-৪৫০ টাকা।

শারদীয় পোশাক রঙ বাংলাদেশের সব আউটলেটেই পাওয়া যাবে। ঘরে বসে অনলাইনেও (www.rang-bd.com, www.facebook.com/rangbangladesh) কেনা যাবে। এক্ষেত্রে সকল ডিজিটাল পেমেন্ট মাধ্যম ছাড়াও রয়েছে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ সুবিধা।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়