ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাজনীতিতে নাম লেখাবেন বিজয়?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতিতে নাম লেখাবেন বিজয়?

বিজয়

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীদের রাজনীতিতে নাম লেখানোর বিষয় নতুন নয়। কিছুদিন আগে রাজনীতিতে নেমেছেন রজনীকান্ত, কমল হাসানের মতো তারকারা। এবার রাজনীতিতে নাম লেখানোর ইঙ্গিত দিলেন অভিনেতা বিজয়।

সম্প্রতি তার সরকার সিনেমার সংগীত প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয়। এই অনুষ্ঠানেই রাজনীতিতে নামার ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্যের পর তামিলনাড়ুর রাজনীতিতে নানা গুঞ্জন শুরু হয়েছে।

বিজয় বলেন, ‘যদি আমি কখনো মুখ্যমন্ত্রী হই, তাহলে নামেমাত্র হবো না, সঠিকভাবে কাজও করব। তামিলনাড়ু থেকে সকল দুর্নীতি দূর করব।’

এ অভিনেতার বক্তব্য প্রসঙ্গে তার ঘনিষ্ঠ একজন জানান, বিজয় তার বক্তব্যের মাধ্যমে সেই সকল অভিনেতাদের কথা বলতে চেয়েছেন যারা রাজনীতিতে নাম লেখিয়েছেন কিন্তু ঠিক মতো রাজনীতি কিংবা অভিনয় কিছুই করছেন না। এছাড়া এর আগে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এ অভিনেতার রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছে রয়েছে।

সরকার সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। এতে আরো অভিনয় করছেন-কীর্তি সুরেশ, বরালক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান। চলতি বছর ৬ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়