ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রিয়াল ছাড়তে চাইছেন নাভাস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়াল ছাড়তে চাইছেন নাভাস

ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরুতে আবারও রিয়াল মাদ্রিদে অসুখী কেইলর নাভাস। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে থাকতে চাইছেন না তিনি। নিজের এমন অসন্তোষের কথা রিয়াল কর্তৃপক্ষকে জানিয়েছেন কোস্টারিকান এ গোলরক্ষক।

চলতি মৌসুমে থিবু করতোয়াকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নেওয়ার কথা পরিস্কারভাবে ব্যাখ্যা করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তাই মাদ্রিদের ক্লাবটিতে আর ছায়া হয়ে থাকতে রাজি নন নাভাস। তার ক্লাব ছাড়ার আগ্রহ জানতে পেরেছে রিয়ালও। তাই ৩২ বছর বয়সি তারকার বিকল্প নেওয়ার কথাও ভাবছে তারা।

নাভাস ক্লাব ছাড়লে ২০২০-২১ মৌসুমে আন্দ্রিয়া লুনিনের রিয়ালের স্কোয়াডে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নের এ গোলরক্ষক বর্তমানে রিয়াল ভ্যালাদোলিদে ধারে খেলছেন। রিয়ালের এ গোলরক্ষককে নিয়মিত খেলাচ্ছে ভ্যালাদোলিদ। নাভাস ক্লাব ছাড়লে তার জায়গাটি দখল করতে পারেনি ইউক্রেনের এ তারকা।

নাভাসের প্রতি আগ্রহ রয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাবের। ২০১৮-১৯ মৌসুমের শেষ থেকে নাভাসকে দলে চাইছে প্যারিস সেইন্ট জার্মেই। কোস্টারিকান এ তারকার প্রতি এখনো আগ্রহ রয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের। কোচ জিদানের সিদ্ধান্তের পর এবার নাভাসকে ছাড়ার পরিকল্পনা করতে পারে লস ব্লাঙ্কোসরা।


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়