ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রেল দুর্ঘটনা : মন্দবাগে তদন্ত দল

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেল দুর্ঘটনা : মন্দবাগে তদন্ত দল

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে হওয়া ট্রেন দুর্ঘটনার বিষয়ে গঠিত জেলা প্রশাসনের তদন্ত দল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রত্যক্ষদর্শী, এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে জানার চেষ্টা করেছেন।

তদন্ত দলের প্রধান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে এসে সিগন্যাল, রেললাইনের ত্রুটি, সার্ভার লাইন, কন্ট্রোল বক্সসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তারা সিনিয়র স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান মণ্ডলের সঙ্গে কথা বলেন।

এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্য কসবা উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাসুদ উল আলম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত দলের প্রধান মিতু মরিয়ম বলেন, দুর্ঘটনার সার্বিক বিষয়ে আমরা তদন্ত করছি। সে সময়ে রেললাইনের পয়েন্টের অবস্থা, সিগন্যাল, স্টেশনের লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্সসহ সার্বিক অবস্থা খতিয়ে দেখেছি। পাশাপাশি আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছি। নির্ধারিত তিন কার্যদিবসে আমরা প্রতিবেদন জমা দেব।


ব্রাহ্মণবাড়িয়া/মো. মাইনুদ্দীন রুবেল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ