ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শুরুই করব না || কামরুজ্জামান কামু

কামরুজ্জামান কামু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরুই করব না || কামরুজ্জামান কামু

ছবি- সংগৃহীত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কবিতা কেম্নে লেখে!
যে যার ব্যক্তিত্ব যদি
ভাষায় প্রকাশ করে
যে যার ব্যক্তিত্ব যদি
না ঠাহরি গান গায়
যে যার নিজের গান গাইতে যদি
না পারি হেথায় কূলে
বসে থাকব ফুল লইয়া
শুধুই গোলাপ, তবু
গোলাপের পাপড়িগুলা তাজা
থাকা লাগবে কিন্তু
যেহেতু গোলাপ
ফুলে বড় শিশিরের ফোঁটা
কিছুক্ষণ তো স্থির থাকবে জানি,
তাই-
না দেখে গোলাপ ফুল
গোলাপ বর্ণনা আমি
শুরুই করব না; খালি
বসে থাকব
না বসে থাকার মত
এই দাঁড়ানো দাঁড়ানো কিম্বা
বসে বসে থাকা বড় অর্থহীন লাগে।
তাই-
অর্থের সন্ধান করি
ধান বিক্রি করা আর আলু বিক্রি করা আর ছোবলা বিক্রি করা আর
যা যা বিক্রি করতে হবে তার
সবকিছু বেচে দেওয়া লাগে
বলে মনে হয়
যেন জয়
হবে বলে এ পৃথিবী
এত নির্দয়।


রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়