ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেষ আটে ফেদেরার-সেরেনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ আটে ফেদেরার-সেরেনা

ক্রীড়া ডেস্ক : চতুর্থ রাউন্ডে বেলজিয়ামের ডেভিড গফিনকে সহজেই হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

৩৮ বছর বয়সি সুইস তারকা নিউইয়র্কে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ম্যাচটি জেতেন মাত্র ৭৮ মিনিটেই, ৬-২, ৬-২, ৬-০ গেমে।

২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেন শিরোপা জেতা ফেদেরার এই নিয়ে ১৩তম বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন।

শেষ আটে তিনি বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হবেন। দিমিত্রভ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন।

ওদিকে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ৩৭ বছর বয়সি মার্কিন তারকা পেত্রা মার্তিচকে হারান ৬-৩, ৬-৪ গেমে।

রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে থাকা সেরেনা শেষ সেটের সময় অবশ্য গোড়ালির সমস্যায় ভুগেছেন। নিতে হয়েছে সেবাশুশ্রূষাও।

শেষ আটে চীনের ওয়াং কিয়াংয়ের মুখোমুখি হবেন সেরেনা। এবার তিনি ইউএস ওপেন জিতলে টেনিসের উন্মুক্ত যুগে মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবেন।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়