ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নৌযান ধর্মঘট স্থগিত

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌযান ধর্মঘট স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : নৌযান শমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষ বাংলাদেশ নৌযান শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম যৌথভাবে এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাত্রী ভোগান্তি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে নৌযান শ্রমিকদের দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়। চিকিৎসার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দেশের বাইরে থাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিমন্ত্রী দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক করে এ বিষয়ে সমাধান করা হবে।

বৈঠক চলাকালে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়। পরে বৈঠক শেষে নৌ-পরিবহনের বাংলাদেশ জাহাজী শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।


রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়