ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারকে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম কমাতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল পালনের সময় পল্টন মোড় থেকে এই আল্টিমেটাম দেয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু।

তিনি বলেন, ‘আজ ৭ জুলাই। আগামী ৭ দিনের মধ্যে গ্যাসের দাম কমানো না হলে ১৪ জুলাই বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে।’

তিনি আর বলেন, ‘প্রেসক্লাবে সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও ও সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। তাতেও যদি গ্যাসের দাম কমানো না হয় তবে ১৯ জুলাই ঢাকায় প্রতীকী সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

হরতাল চলাকালে বাম জোটের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিকভাবে সরকার ভয়ভীতি দেখাচ্ছে। যার কারণে সাধারণ মানুষ রাস্তায় না এলেও যার যার অবস্থান থেকে তারা নৈতিকভাবে আমাদের সমর্থন জানাচ্ছে। আমরা আজকের এই হরতালের মধ্য দিয়ে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা আরো বড় আন্দোলনে যাব।’

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়