ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৃজিতের বিরুদ্ধে আইনি নোটিশ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৃজিতের বিরুদ্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘গুমনামি’ সিনেমা। গত বৃহস্পতিবার সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। তারপর এই পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সৃজিতের বিরুদ্ধে অভিযোগ— নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিকে ভুলভাবে তুলে ধরা হয়েছে ‘গুমনামি’ সিনেমায়। দেবব্রত রায় নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত উকিল মারফত গতকাল শুক্রবার আইনি নোটিশ পাঠিয়েছেন পরিচালককে।

দেবব্রত রায়ের পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘সিনেমায় নেতাজির সঙ্গে গুমনামি বাবার যোগসূত্রের বিষয়টি সম্পূর্ণ কল্পিত, বিষয়ভিত্তিক ও ভণ্ডামিতে ভরা। বিভিন্ন দলকে হেয় করে দেখিয়ে তার ক্ষতিসাধনই এর লক্ষ্য।’

জানা যায়, দেবব্রত রায় কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা। তিনি নেতাজি গবেষকও। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সৃজিত মুখার্জি বলেন, ‘আমিও শুনেছি আইনি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনো হাতে পাইনি। তাছাড়া দেখুন নেতাজির অন্তর্ধান রহস্যের এখনো সমাধান সূত্র মেলেনি। মুখার্জি কমিশন থেকে ছোট-বড় নানা তথ্য বারবার উঠে এসেছে। এলাহাবাদের হাইকোর্টের অর্ডার, এইসব নথিপত্র ঘেঁটে চিত্রনাট্য তৈরি। রিসার্চ করে বানানো হচ্ছে। এবার যদি কেউ মামলা করেন, করবেন। চিঠি হাতে আসুক, তারপর আমার আইনজীবী সেইমতো উত্তর দেবেন।’

১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল নাকি অন্য বেশে ভিন্ন দেশে পাড়ি দিয়েছিলেন তিনি? এ প্রশ্ন এখনো রয়েই গেছে। আর এই বিতর্কিত প্রশ্ন ছুঁড়েই মুক্তি পেল পরিচালক সৃজিত মুখার্জির ‘গুমনামি: দ্য গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড’ সিনেমার টিজার। হিন্দি ও বাংলা দুই ভাষায় মুক্তি পেয়েছে টিজার। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে ‘গুমনামি’-এর ভূমিকায় অভিনেতা প্রসেনজিতের লুক।

অন্য একটি সংবাদমাধ্যমে সৃজিত মুখার্জি টিজার প্রসঙ্গে বলেন, ‘নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি’— ছোটবেলা থেকে এ কথা শুনে আসছি। এমনকি আজও গোটা দেশ এবং সংবাদমাধ্যম নেতাজির মৃত্যুরহস্য নিয়ে সন্দিহান। এই সিনেমার প্লট সাজানোর সময় আমার ঠিক যতটা রোমহর্ষক অভিজ্ঞতা হয়েছে, সিনেমা দেখার সময়ও দর্শকদের ঠিক একইরকম অনুভূতি হবে বলে আমার বিশ্বাস।’

দেখুন: ‘গুমনামি’ সিনেমার টিজার।

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ