ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্যালুট টু ফ্রন্টলাইনারস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্যালুট টু ফ্রন্টলাইনারস

করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষ সংকটময় এ মুহূর্তে তাদের পাশে পেয়ে যেমন কৃতজ্ঞ। তারা নানা মাধ্যমে কৃতজ্ঞতাও প্রকাশ করছেন। দেয়ালচিত্রের মাধ্যমে করোনাযুদ্ধের এসব ফ্রন্টলাইনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২ জুন) গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের দুটি দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। 

দেয়ালচিত্রে স্বাস্থ্যকর্মী, ‍পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে, ডাক্তার, নার্সসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে নানাভাবে করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন ঘটানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবিলায় প্রতি মুহূর্তে জনগণকে সচেতন করে যাচ্ছেন। তাদের ক্যামেরা ও কলমের মাধ্যমে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন। সকল গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরকেও তুলে ধরা হয়েছে।’

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়