ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫১ শতাংশ ব্যাংক হিসাব কৃষকদের

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫১ শতাংশ ব্যাংক হিসাব কৃষকদের

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় বিভিন্ন খাতে সর্বমোট ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৫টি ব্যাংক হিসাব খোলা হয়েছে।

চলতি বছরের জুন শেষে বিশেষ সুবিধাযুক্ত এই হিসবাগুলোর মধ্যে ৫১ শতাংশ হিসাব কৃষকদের। যার সংখ্যা ১ কোটি ৩৬ হাজার ৯০৭টি।

এছাড়া আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় কৃষকের খোলা ব্যাংক হিসাব ব্যতীত অন্যান্য বিভিন্ন শ্রেণির হিসাব সংখ্যা মোট হিসাবের ৪৯ শতাংশ। সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও বেতন প্রদান ছাড়াও আর্থিক সেবার আওতা বৃদ্ধির জন্য এ সকল হিসাব খোলা হয়েছে। জুন শেষে কৃষকের হিসাব ব্যতীত অন্যান্য বিভিন্ন খাতে খোলা মোট পুঞ্জীভূত হিসাব সংখ্যা ৯৪ লাখ ৬১ হাজার ১৩৮টি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, হিসাবগুলোতে জমার পরিমাণ মোট ১ হাজার ৯৩০ কোটি ১৯ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ২০০ কোটি টাকার তহবিল থেকে কৃষকদের পুনঃঅর্থায়ন করা হয়। এর মধ্যে ১০ টাকায় খোলা কৃষকদের ৪৪ হাজার ৪৫৮টি হিসাবের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

কৃষকদের ১০ টাকায় খোলা হিসাব কার্যক্রমে ২০১৮ সালের জুন পর্যন্ত মোট হিসাব সংখ্যা ছিল প্রায় ৯২ লাখ ১৭ হাজার। চলতি বছরের জুনে এসে কৃষকের ১০ টাকার হিসাব বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ লাখ ১৯ হাজার। এক বছরে বৃদ্ধির হার ৮.৮৯ শতাংশ।

তবে আগের তিন মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি ত্রৈমাসিকে হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে ০.৪৭ শতাংশ। এসব হিসাবে মোট পুঞ্জীভূত জমার পরিমাণ ৩১৮ কোটি ৬৪ লাখ টাকা।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/নাসির/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়