ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে

হবিগঞ্জ প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয়, সে ব্যবস্থা করা হবে।

রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুব আলী, নারী এমপি কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিন আলম, জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফি প্রমুখ।

পরে মন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেন এবং দুপুরে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।




রাইজিংবিডি/হবিগঞ্জ/৭ মে ২০১৭/মো. মামুন চৌধুরী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়