ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অস্কারেও ‘লা লা ল্যান্ড’র আধিপত্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্কারেও ‘লা লা ল্যান্ড’র আধিপত্য

লা লা ল্যান্ড সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।

মোট ২৪টি ক্যাটাগরিতে ধারণকৃত ভিডিও ফুটেজের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন অ্যাকাডেমি প্রেসিডেন্ট শেরিল বোন ইসাকস। তার সঙ্গে আরো ছিলেন- জেনিফার হাডসন, ব্রি লারসন, অ্যামানুয়েল লুবেস্কি, জেসন রেইটম্যান এবং কেন ওয়ানটানাবে।

 

লা লা ল্যান্ড পেয়েছে সর্বোচ্চ ১৪ টি মনোনয়ন। এরপর রয়েছে অ্যারাইভাল এবং মুনলাইট। সিনেমা দুটি ৮টি করে মনোনয়ন পেয়েছে। হ্যাকসো রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি পেয়েছে ৬টি করে মনোনয়ন। ৪টি করে মনোনয়ন পেয়েছে ফেন্সেস এবং হেল অর হাই ওয়াটার

 

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৯তম অ্যাকাডেমি বা অস্কারের মূল আসর। প্রথমবারের মতো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন জিমি কিমেল।

চলুন দেখে নিই এবারের অস্কার মনোনয়ন প্রাপ্তদের তালিকা :

সেরা চলচ্চিত্র :

অ্যারাইভাল

ফেন্সেস

হ্যাকসো রিজ

হেল অর হাই ওয়াটার

হিডেন ফিগারস

লা লা ল্যান্ড

লায়ন

ম্যানচেস্টার বাই দ্য সি

মুনলাইট

সেরা অভিনেতা :

ক্যাসে অ্যফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)

অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ)

রায়ান গসলিং (লা লা ল্যান্ড)

ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাসটিক)

ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)

সেরা পার্শ্ব অভিনেতা :

মাহেশালা আলী (মুনলাইট)

জেফ ব্রিজেস (হেল ওর হাই ওয়াটার)

লুকাস হেজ (ম্যানচেস্টার বাই দ্য সি)

দেব প্যাটেল (লায়ন)

মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিমেলস)

সেরা অভিনেত্রী :

ইসাবেলা হুপার্ট (এলে)

রুথ নেগা (লাভিং)

নাটালি পোর্টম্যান ( জ্যাকি)

এমা স্টোন (লা লা ল্যান্ড)

মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিনস)

সেরা পার্শ্ব অভিনেত্রী :

ভায়োলা ডেভিস (ফেন্সেস)

নাওমি হ্যারিস (মুনলাইট)

নিকল কিডম্যান ( লায়ন)

অকটিভিয়া স্পেনসার ( হিডেন ফিগারস)

মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)

সেরা পরিচালক :

ডেনিস ভিলেনেউভ (অ্যারাইভাল)

মেল গিবসন (হ্যাকসো রিজ)

ডামিয়েন শেজেল (লা লা ল্যান্ড)

কেনেথ লোনেরগান (ম্যানচেস্টার বাই দ্য সি)

ব্যারি জেনকিন্স (মুনলাইট)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র :

কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস

মোয়ানা

মাই লাইফ অ্যাজ অ্যা জু্চ্চিনি

দ্য রেড টার্টেল

জুটোপিয়া

সেরা বিদেশি সিনেমা :

দ্য ম্যান কলড ওভে (সুইডেন)

ল্যান্ড অব মাইন (ডেনমার্ক)

দ্য সেলসম্যান (ইরান)

তান্না (অস্ট্রেলিয়া) 

টোনি এর্ডম্যান (জার্মানি)

সেরা সিনেমাটোগ্রাফি :

অ্যারাইভাল ( ব্র্যাডফোর্ড ইয়াং)

লা লা ল্যান্ড (লিনাস স্যান্ডগ্রেন)

লায়ন (গ্রেগ ফেসার)

মুনলাইট (জেমস ল্যাক্সটন)

সাইলেন্স (রদ্রিগো প্রিটো)

সেরা গান :

লা লা ল্যান্ড (অডিশন)

লা লা ল্যান্ড ( সিটি অব স্টারস)

মোয়ানা (হাউ ফার আই উইল গো)

জিম : দ্য জেমস ফোলে স্টোরি (দ্য এম্পটি চেয়ার)

ট্রোলস (কান্ট স্টপ দ্য ফিলিং)

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়