ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৯২তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯২তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আগামী ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে এর ৯২তম আসর।

মূল পর্বকে সামনে রেখে আজ সোমবার ঘোষণা করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের তালিকা। মোট ২৪টি ক্যাটাগরির মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের অস্কারে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য বিভাগের তালিকা নিচে দেওয়া হলো:

সেরা চলচ্চিত্র

দ্য আইরিশম্যান, ফোর্ড ভার্সেস ফেরারি, ম্যারেজ স্টোরি, ১৯১৭, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, জোজো র‌্যাবিট, লিটল উইমেন, প্যারাসাইট।

সেরা অভিনেতা

অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিন ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)।

সেরা পার্শ্ব অভিনেতা

টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসসি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)। 

সেরা পার্শ্ব অভিনেত্রী

ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), মার্গট রবি (বোম্বশেল), স্কারলেট জোহানসন (জোজো র‌্যাবিট), ফ্লোরেন্স পু (লিটল উইমেন)।

সেরা পরিচালক

বং জুন-হো (প্যারাসাইট), স্যাম মেনডেস (১৯১৭), টোড ফিলিপস (জোকার), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা

ডিছেরা (ডটার), হেয়ার লাভ, কিটবুল, মেমোরেবল, সিস্টার।

সেরা বিদেশি ভাষার সিনেমা

পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস, কর্পাস ক্রিস্টি, হানিল্যান্ড।

মৌলিক সুর

টমাস নিউম্যান (১৯১৭), হিলডুর গুয়োনাডুটির (জোকার), আলেক্সান্দ্রে ডেসপ্ল্যাট (লিটল উইমেন), র‌্যান্ডি নিউম্যান (ম্যারেজ স্টোরি), জন উইলিয়ামস (স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার)।

সেরা অ্যানিমেশন সিনেমা

হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড, মিসিং লিংক, টয় স্টোরি ফোর, আই লস্ট মাই বডি, ক্লাউস।

সেরা চিত্রনাট্য (সংগৃহীত)

স্টেভেন জেইলিয়ান (দ্য আইরিশ ম্যান), টাইকা ওয়েটিটি (জোজো র‌্যাবিট), টোড ফিলিপস ও স্কট সিলভার (জোকার), গ্রেটা গারউইগ (লিটল উইমেন), অ্যান্থনি ম্যাককার্টেন (দ্য টু পোপস)।

সেরা চিত্রনাট্য (মৌলিক)

রিয়ান জনসন (নাইভস আউট), নোয়া বামবাচ (ম্যারেজ স্টোরি), স্যাম মেনডেস ও ক্রিস্টি উইলসন-কাইরনস (১৯১৭), বং জুন–হো এবং হান জিন ওন (প্যারাসাইট), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা চিত্রগ্রহণ

রজার ডেকিন্স (১৯১৭), রদ্রিগো প্রেটো (দ্য আইরিশম্যান), লরেন্স শের (জোকার), জারিন ব্লাস্কে (দ্য লাইটহাউস), রবার্ট রিচার্ডসন (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)।

সেরা সিনেমা সম্পাদনা

অ্যান্ড্রু বাকল্যান্ড ও মাইকেল শ্যাককাস্কার (ফোর্ড ভার্সেস ফেরারি), টেলমা স্কুনমেকার (দ্য আইরিশম্যান), টম এগলেস (জোজো র‌্যাবিট), জেফ গ্রোথ (জোকার), জিনমো ইয়াং (প্যারাসাইট)।

মৌলিক গান

আই কান্ট লেট ইউ থ্রো ইয়োরসেলফ অ্যাওয়ে (টয় স্টোরি ফোর), আই অ্যাম গনা লাভ মি এগেইন (রকেটম্যান), আই অ্যাম স্টান্ডিং উইথ ইউ (ব্রেকথ্রু), ইনটু দ্য আননোন (ফ্রোজেন টু), স্ট্যান্ড আপ (হ্যারিয়েট)।

গতবারের মতো ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সঞ্চালক হিসেবে কেউ থাকছেন না। এবিসি চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়