ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গুগল ম্যাপসের ত্রুটিতে ১৮ মাস নিখোঁজ মৃতদেহ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুগল ম্যাপসের ত্রুটিতে ১৮ মাস নিখোঁজ মৃতদেহ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কোনো স্থান খোঁজার জন্য অনেকেরই মূল মাধ্যম গুগল ম্যাপস। কিন্তু গুগল ম্যাপসের ত্রুটির কারণে এক ব্যক্তির মৃতদেহ ১৮ মাস খুঁজে পায়নি পুলিশ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেনের ডারেল সিমন নামের এক নিখোঁজ ব্যক্তির খোঁজ করছিল পুলিশ, যাকে ২০১৪ সালের নভেম্বর মাসে সর্বশেষ দেখা গিয়েছিল ব্রিসবেন থেকে ৮০ কিলোমিটার দূরে তার সঙ্গীর বাসভবনে। ডারেল সিমনের বাড়ির সীমানা বুঝতে পুলিশ গুগল ম্যাপসের দ্বারস্থ হয়েছিল, কিন্তু গুগল ম্যাপসের তথ্যে ভুল ছিল।

ডারেল সিমন আত্মহত্যা করেছিলেন। কিন্তু গুগল ম্যাপসে তার বাড়ির সীমানার তথ্যে ভুল থাকায় ১৮ মাস পর ২০১৬ সালের মে মাসে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রথম পর্যায়ের অনুসন্ধানে গুগল ম্যাপসের যে প্রিন্ট কপি পুলিশ ব্যবহার করেছিল, তাতে সিমনের বাড়ির পুরো সীমানা প্রদর্শিত হয়নি। কুইন্সল্যান্ডের তদন্ত কর্মকর্তা জন লক বলেন, ‘গুগল ম্যাপসে তথ্য ভুল থাকায় অনুসন্ধানকারীরা সিমনের বাড়ির পুরো সীমানার কেবল অর্ধেক অংশে অনুসন্ধান করেছিলেন।’

গত সপ্তাহে তিনি তার চূড়ান্ত প্রতিবেদনটিতে বলেন, ‘অনুসন্ধান শুধুমাত্র অর্ধেক সম্পত্তির ওপর পরিচালিত হয়েছিল, যা খুবই দুঃখজনক এবং এমন হওয়াটা ঠিক হয়নি।’

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ‘সিমনের দেহ সন্ধানে এই বিলম্ব হওয়াটা তার বন্ধু, পরিবার, বিশেষ করে তার পিতার কাছে খুব কষ্টদায়ক ঘটনা ছিল। কেননা পরিবারের ধারণা ছিল তাকে খুন করা হয়েছে।’

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ‘পুলিশের প্রথম পর্যায়ের অনুসন্ধানে সিমনের দেহ পাওয়া গেলে তা এক বিস্ময়কর ঘটনা হতো, কারণ এমনটা হওয়া সম্ভব ছিল না গুগল ম্যাপসে মোট সীমানার তথ্য ভুল থাকায়।’

তিনি এটাও উল্লেখ করেন যে, ‘হয়তো তার দেহ পাওয়াটা বিলম্বই হতো, কারণ যে স্থান থেকে তার দেহ উদ্ধার করা হয়, তা ঘন গাছপালায় ঢাকা ছিল। সম্পত্তির বাকি মালিকরা পরবর্তীতে গাছপালা পরিষ্কারের সময় তার মৃতদেহটির সন্ধান পায়।’

তদন্ত কর্মকর্তা জন লক তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, সম্পত্তির সীমানা চিহ্নিত করতে পুলিশের কাছে থাকা অন্যান্য পদ্ধতিগুলোর তুলনায় গুগল ম্যাপস কম সহায়ক ছিল।

প্রতিবেদনে তিনি সুপারিশ করেছেন, ভবিষ্যতে অনুসন্ধান কার্যক্রমের ক্ষেত্রে পুলিশকে গুগল ম্যাপসের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে, আরো উচ্চ মানের জিপিএস এবং ম্যাপিং ডেটা ব্যবহার করা জন্য।

তথ্যসূত্র : বিবিসি

পড়ুন :



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়