Breaking News
ব্রাহ্মণবাড়িয়ায় ২ ট্রেনের সংঘর্ষে নিহত ১৫
X
ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪২৬, ১২ নভেম্বর ২০১৯
Risingbd
সর্বশেষ:

বিওতে বোনাস পাঠিয়েছে চার কোম্পানি

আশিক : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০১-০৩ ১২:৪২:৪২ পিএম     ||     আপডেট: ২০১৭-০৩-২১ ৪:৪৪:৫৮ পিএম

অর্থনৈতিক প্রতিবেদক :  বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি এবং এক মিউচ্যুয়াল ফান্ড।

 

এগুলো হলো- বিডিকম অনলাই, বারাকা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ওয়ান।

 

মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ওয়ানের আইপিও ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

 

উল্লেখ্য, বিডিকম অনলাইন ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

 

অন্যদিকে, বারাকা পাওয়ার ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

 

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ৪৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

 

এ ছাড়া সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ওয়ানের আইপিও ইউনিট বিও হিসাবে জমা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা

ইউটিউব সাবস্ক্রাইব করুন