Breaking News
সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
X
ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২০২০
Risingbd
সর্বশেষ:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা নিহত, নাতি আহত

এম.শাহীন গোলদার : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৯-০৯-১৩ ৪:৫৫:২৩ পিএম     ||     আপডেট: ২০১৯-০৯-১৪ ৬:১৩:০৪ পিএম

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত নাতিকে বাঁচাতে গিয়ে দাদা নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার থানাঘাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরবেশ সরদার (৬০) থানাঘাটা গ্রামের মৃত আলিমউদ্দিন সরদারের ছেলে। আহত পিয়াস সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

নাতি পিয়াসকে (১৩) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, সকালে পিয়াস তাদের বাড়ির পাশে পরিত্যক্ত ঘরে ঢোকার সময় আর্থিং তারে জড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে দাদা পরবেশ সরদার তাকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও ওই তারে জড়িয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর আহত পিয়াসকে বাড়ির লোকজন দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের চিকিৎসক ডা.  মাহাববুর রহমান বিষযটি নিশ্চিত করে জানান, পিয়াসের অবস্থা আশঙ্কাজনক।


রাইজিংবিডি/সাতক্ষীরা/১৩ সেপ্টেম্বর ২০১৯/শাহীন গোলদার/বকুল

     
 

আরো খবর জানতে ক্লিক করুন : সাতক্ষীরা, খুলনা বিভাগ