মেসিদের নতুন কোচ হচ্ছেন কে?
ইন্টার মায়ামির কোচ হওয়ার দৌড়ে জিদান ও জাভি।
লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জেরার্দো টানা মার্টিনো। ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেকটা চুপিসারেই সরে গেছেন এই আর্জেন্টাইন। মার্টিনোর অনুপস্থিতিতে কে সামলাবেন মায়ামির দায়িত্ব, তা নিয়ে এখনো কিছু বলেনি ক্লাবটি। তবে এই লড়াইয়ে আছেন নামকরা কয়েকজন, তাদেরকে নিয়ে আলোকপাত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’।
মায়ামির পছন্দের কোচদের তালিকায় আছেন স্পেনের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। বার্সেলোনার সাবেক এই কোচের দিকে নজর মায়ামির। মায়ামির বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে খেলেছেন জাভিও। মেসিদের সঙ্গে তার সম্পর্কটা দারুণ। যে কারণে তাকে পছন্দের তালিকায় রেখেছে মায়ামি।
কোচিংয়ে জাভিকে সফল বলাই চলে। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছিল বার্সেলোনা। এর আগে কাতারের ক্লাব আল সাদের হয়েও তিন মৌসুম ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিয়ার্ড। লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান তরুণকে জাভিই বের করে এনেছিলেন। সুতরাং তার হাত ধরে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ভালো কিছু পাবে বলেই আশা করা যায়।
বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি জিনেদিন জিদানের দিকেও মায়ামির চোখ আছে বলে জানিয়েছে গোল ডটকম। মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে একসময় মাঠ মাতিয়েছেন জিদান। সে দিক বিবেচনায় জিদানের সামনে বড় সুযোগ থাকছে মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার।
২০২১ সালে রিয়ালের মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিদান। এরপর আর কোনো দল বা ক্লাবের কোচিংয়ে দেখা যায়নি তাকে। রিয়ালের হয়ে চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি সুপার কোপা ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন জিদান।
গুঞ্জন শোনা যাচ্ছে, ফ্রান্সের কোচ হতে পারেন জিদান। যদিও মুখে কুলুপ এটেছেন এই কিংবদন্তি। এরপরও যদি জিদান মায়ামিতে আসেন তবে সেটা হবে স্রেফ ইতিহাস। কেননা, রিয়ালে তিনি কোচিং করিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, মায়ামিতে পাবেন মেসিকে। ফলে, মেসি ও রোনালদোকে একসঙ্গে কোচিং করানো বিশ্বের প্রথম কোচ হবেন ফরাসি কিংবদন্তি।
মায়ামির কোচ হওয়ার সম্ভাবনা থাকছে সাবেক মেজর লিগ তারকা ফেডেরিকো হিগুয়াইনেরও। বর্তমানে মায়ামির নেক্সট প্রো টিমের দায়িত্বে আছেন ফেডেরিকো। যেখানে তিনি বেশ ভালোই সফল। তিনি দলকে ২৪ ম্যাচের মধ্যে ১৪টি জিতিয়ে ষষ্ঠ অবস্থানে নিয়ে এসেছেন।
যুক্তরাষ্ট্রের ফুটবল সম্পর্কে ভালোই ধারণা আছে ফেডেরিকোর। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ফুটবল ক্যারিয়ার চালিয়ে গেছেন এই মিডফিল্ডার। কলম্বাস ক্রু, ডিসি ইউনাইটেড ও ইন্টার মায়ামির হয়ে খেলেছেন দুই শতাধিক ম্যাচ।
মায়ামি চাইলে ফেডেরিকো হতে পারেন তাদের জন্য ভালো অপশন। মায়ামির সকল খেলোয়াড়দের সঙ্গেই তার সম্পর্ক ভালো। তিনি ইংরেজী ও স্প্যানিশ দুই ভাষাতেই দক্ষ হওয়ায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগও সহজ হবে। এখন দেখার বিষয় মায়ামি কি চায়।
মায়ামিতে আসতে পারেন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। মেসির সঙ্গে বার্সেলোনায় ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন মাসচেরানো। জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ ১৫ বছর। এর বাইরে তাদের সম্পর্কও মধুর। এর বাইরে জাতীয় দলের বয়সভিত্তিক ফুটবলারদের কোচিং করানোর অভিজ্ঞতা আছে রক্ষণভাগের এই খেলোয়াড়ের।
মাসচেরানোর নেতৃত্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে মায়ামির বেঞ্জামিন ক্রেমাশ্চিও ছিলেন। আর্জেন্টিনার সাবেক এই তারকা খেলোয়াড় মায়ামির জন্য ভালো ডিল হতে পারেন। মায়ামি আগ্রহী হলে মেসির সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়তে পারেন মাসচেরানো।
ঢাকা/বিজয়