ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শনিবার থেকে ওয়ালটন ডিপিএলের শিরোপা যুদ্ধ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার থেকে ওয়ালটন ডিপিএলের শিরোপা যুদ্ধ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স নিশ্চিত করেছে ছয় দল।

ছয় দলকে নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্স রাউন্ড। দ্বিতীয় পর্বের এই লড়াই দিয়ে ২০১৭-১৮ মৌসুমের শিরোপা নিষ্পত্তি হবে। সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ , খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স।

তিনটি মাঠে হবে ছয় দলের শিরোপা নির্ধারণী লড়াই। শেষ মঞ্চে যারা ভালো করবে তারাই জিতবে শিরোপা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনীই এখন পর্যন্ত শিরোপার সবচেয়ে বড় দাবিদার। ১৪ পয়েন্ট পাওয়া আবাহনী সুপার সিক্সে পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতলেই এক মৌসুম পর আবারো শিরোপা ঘরে তুলবে।

 



ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সমন্বয়ক আমিন খান মঙ্গলবার বলেছেন, ‘২৪ মার্চ থেকে সুপার সিক্স ও ২৫ তারিখ থেকে রেলিগেশন লিগ শুরু হবে। সুপার সিক্সে দুইদিন গ্যাপ থাকছে। একদিন রিজার্ভ ও একদিন রিকোভারি ডে থাকছে। রেলিগেশনের সব ম্যাচ বিকেএসপিতে।’

সিসিডিএমের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ টিভিতে সম্প্রচারের কথা জানিয়েছিলেন বিসিবির পরিচালক কাজী ইনাম। এবার সেরকম কিছু হচ্ছে না বলে জানালেন সিসিডিএমের সমন্বয়ক। চেষ্টা চালালেও কেউ আগ্রহ দেখায়নি ডিপিএল টিভিতে দেখাতে। তার ভাষ্য, ‘যখন থেকে লিগ শুরু হয়, তখন থেকেই চেষ্টা চলছিল টিভিতে সম্প্রচারের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। এখনো কিছু বলা যাচ্ছে না। তবে ইতিবাচক কিছু নেই। চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


সুপার সিক্সের প্রথম তিন রাউন্ডের সূচি

২৪ মার্চ, প্রথম রাউন্ড

গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম আবাহনী লিমিটেড : মিরপুর শের-ই-বাংলা

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব: বিকেএসপি-৩

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফতুল্লা

২৭ মার্চ, দ্বিতীয় রাউন্ড

আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ফতুল্লা

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: মিরপুর শের-ই-বাংলা

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স: বিকেএসপি-৩

৩০ মার্চ, তৃতীয় রাউন্ড

আবাহনী লিমিটেড বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: বিকেএসপি-৩

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ফতুল্লা

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স: মিরপুর শের-ই-বাংলা



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়