ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরহাদ রেজা জেতালেন দোলেশ্বরকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরহাদ রেজা জেতালেন দোলেশ্বরকে

পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন আরাফাত সানী

ক্রীড়া প্রতিবেদক : জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রাইম দোলেশ্বরের প্রয়োজন ৮৫ রান, হাতে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান বলতে উইকেট আছেন শুধু ফরহাদ রেজা। দলের শেষ আশাও তাকে ঘিরেই। চমক দেখিয়ে সুপার লিগে আসা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি তখন জয়ের স্বপ্নই দেখছে। কিন্তু অতিমানবীয় এক ইনিংসে তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিলেন ফরহাদ রেজা। অধিনায়কের ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছে দোলেশ্বর।

ফতুল্লায় আজ ২৫৯ রান তাড়ায় দোলেশ্বরের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই মোটামুটি রান করেছেন। দুই অঙ্ক না ছুঁয়ে ফেরেননি কেউই। আবার ইনিংসও বড় করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩০ রান করে ইকবাল আবদুল্লাহ যখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন, তখনো জয়ের জন্য দোলেশ্বরের দরকার ৮৭ রান, ৬৪ বলে। কঠিন সমীকরণ।

জিততে হলে দোলেশ্বরকে করতে হতো অসাধারণ কিছু। সেটিই করলেন অধিনায়ক ফরহাদ রেজা। শাহানুর রহমানের সঙ্গে অষ্টম উইকেটে ফরহাদের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি ১১ বল বাকি থাকতেই দোলেশ্বরকে এনে দিয়েছেন রোমাঞ্চকর এক জয়। এ জুটিতে শাহানুরের অবদান মাত্র ১৯! ফরহাদ ৩৭ বলে ৭ ছক্কা ও ২ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান। শেষ ১২ বলে ৬ রানের প্রয়োজনে ফরহাদ ম্যাচ শেষ করেছেন ছক্কা হাঁকিয়েই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ৮ উইকেটে ২৫৮ রান করেছিল খেলাঘর। প্রথম পর্বে ১১ ম্যাচে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে লিগের সর্বোচ্চ রান করে খেলাঘরকে সুপার লিগে তুলতে বড় অবদান রেখেছিলেন অশোক মেনারিয়া। ভারতীয় এই ব্যাটসম্যান ফিফটি করেছেন আজও (৬৪ বলে ৫৪)। রবিউল ইসলাম রবি ৬২ ও অমিত মজুমদারের ব্যাট থেকে আসে ৫০ রান।

 



৪৫ রানে ৫ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার আরাফাত সানী। লিস্ট 'এ' ক্রিকেটে চতুর্থবারের মতো পাঁচ উইকেট পেলেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি এই স্পিনার। তবে ম্যাচজয়ী ওই ইনিংসে 'ম্যান অব দ্য ম্যাচ' হয়েছেন ফরহাদ রেজা।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে দোলেশ্বর ছিল পয়েন্ট টেবিলে চার নম্বরে। শিরোপা নির্ধারণী সুপার লিগে প্রথম ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে খেলাঘর। শিরোপার পথে এগিয়ে থাকা আবাহনী ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ৫০ ওভারে ২৫৮/৮ (রবিউল ৬২, মাহিদুল ২৪, অমিত ৫০, মেনারিয়া ৫৪, রাফসান ১, নাজিমুদ্দিন ১০, মাসুম ৩, মইনুল ২১*, সাদ্দাম ৪, তানভীর ১৭; সানী ৫/৪৫, ফরহাদ ২/৫৬, শরীফউল্লাহ ১/৪৮)

দোলেশ্বর : ৪৮.১ ওভারে ২৫৯/৭ (ইমতিয়াজ ১৯, লিটন ২৪, মাহমুদ ১০, মার্শাল ১৫, ফরহাদ ২২, শরীফউল্লাহ ৩০, ইকবাল ৩৫, রেজা ৬৮*, শাহানুর ১৯*; সাদ্দাম ৩/৪০, হাসান ২/৫৭, মাসুম ১/৩৪)।

ফল : দোলেশ্বর ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়