ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : অভিনেতা ও খলনায়ক আহমেদ শরীফকে চেক জালিয়াতির একটি মামলায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন। কারাদ-ের পাশাপাশি তাকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রায় ঘোষণার সময় আহমেদ শরীফ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি এ মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। সে মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলী হয়ে আসে।

সুমন জানান, এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ হলে বিচারক সোমবার রায় দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আহমেদ শরীফের কাছে বাদী ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।

এরপর বাদী উকিল নোটিস দিলেও পাওনা টাকা ফেরত না দেওয়ায় আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়