ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাকা লিগ ফিরছে ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা লিগ ফিরছে ঢাকায়

ঘরোয়া ক্রিকেটের সব থেকে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ কক্সবাজার ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচগুলোকে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। নিশ্চিত করেছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। তবে ম্যাচ শুরুর তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি সিসিডিএম।

আমিন খান রাইজিংবিডিকে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা লিগ ঢাকায় আয়োজন করবো। ভালো মানের উইকেটের জন্য আমরা লিগ ঢাকার বাইরে আয়োজন করতে চাচ্ছিলাম। এখন যেহেতু মাঠ ফাঁকা আছে আমরা লিগ ঢাকায় শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’

‘তবে কবে লিগ শুরু করবো তা নিয়ে একটু আলোচনা হচ্ছে। বিকেএসপি, মিরপুর ও ফতুল্লায় আমাদের মাঠ দেওয়ার কথা ২৭ মার্চ। কিন্তু হুট করে মাঠ আমরা এখন চাচ্ছি। আমাদের গ্রাউন্ডস কমিটির সঙ্গে মিটিং করতে হবে। তারা মাঠ অ্যাভেইলেভেল করতে পারলে আমরা ঢাকাতেই ম্যাচ শুরু করবো।’

করোনার প্রভাবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। দুটি টি-টোয়েন্টির জন্য ঢাকা লিগের ম্যাচ আয়োজন করার কথা ছিল ঢাকার বাইরে। আন্তর্জাতিক ওই দুটি ম্যাচ পিছিয়ে দেওয়ায় ঢাকায় ফিরছে ঢাকা লিগ।

তবে বিসিবির বিশেষ সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন, ১৫ মার্চ থেকেই লিগ শুরু হবে। মিরপুরে প্রথম ম্যাচেই খেলবে আবাহনী ও পারটেক্স।

লিগ পেছানোর সম্ভাবনা নেই তা জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি তিনি মাঠে দর্শক আসতে নিরুৎসাহিত করেছেন।

‘আমরা ঢাকা লিগ সময়মতো শুরু করবো। মাঠে দর্শক না থাকলে সমস্যা নেই। আমরা দর্শকদের উৎসাহিত করছি না মাঠে আসতে। আমরা চেষ্টা করব কোথাও যেন বড় জমায়েত না হয়।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়