ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : অনিয়ম দূর্নীতির নানা অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান চলছে।

বুধবার সকাল থেকে দুদকের উপ পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। সকালে দুদকের অভিযান টিম প্রথমে চসিকের নগর ভবনের রাজস্ব বিভাগে এবং দুপুর ১২টার পরে নিউ মার্কেট এলাকায় চসিকের রাজস্ব সার্কেল ৪ এ অভিযান চালায়।

অভিযানে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায়, ট্রেড লাইসেন্সের সংকট সৃষ্টি, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ঠিকমত প্রদান না করাসহ বেশ কিছু অনিয়মের অভিযোগকে গুরুত্ব দিয়ে দুদক এই অভিযানে নেমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ এপ্রিল ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়