ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একাধিক মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একাধিক মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাধিক মামলার আসামি মো. আইয়ুব খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর থানার সিরাজ খানের দুই তলা টিনশেড বিল্ডিংরে সামনে থেকে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, আইয়ুব ২০০৯ সালে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে। ২০১৫ সালে তার নিজ বাড়িতে মাছ চাষের ব্যবসা ও জমি জমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত দালালি শুরু করে। এলাকায় পেশিশক্তি বাড়ানোর জন্য সে সন্ত্রাসী গ্রুপ তৈরি করে। ২০১৭ সালের জুন মাসে আইয়ুব অস্ত্র মামলায় জেলে যায় এবং সেখানে ইয়াবা ব্যবসায়ী জাফরের সঙ্গে পরিচয় হয়। জাফরের কাছ থেকে সে ইয়াবা ব্যবসা করার ইচ্ছা পোষণ করলে জাফর তাকে ইয়াবা ব্যবসায়ী রতনের ঠিকানা দেয়। ১ মার্চ ২০১৯ জেল থেকে ছাড়া পেয়ে মাদক ব্যবসায়ী রতনের সহায়তায় ইয়াবা ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, গুরুতর জখম, বিষ্ফোরক আইনসহ ৭টি মামলা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়