ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪০০’র মাইলফলকে মাশরাফি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০০’র মাইলফলকে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কদিন আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এবার দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নিয়ে রাজ্জাকের পাশে বসেছেন মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে বল করতে নেমে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। আবাহনী লিমিটেডের জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে আজ মোহামেডানের মুখোমুখি হয় আবাহনী। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪ রানের বড় পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি, মোসাদ্দেকদের বোলিং তোপে ৬১ রানেই ৪ উইকেট হারায় মোহামেডান।

 



মোহামেডানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই চারশ উইকেটের মাইলফলকে পৌঁছান মাশরাফি। এ সময় উইকেটে থাকা ইরফান শুক্কুরকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮৭ ম্যাচ খেলে চারশ উইকেটের মাইলফলকে পৌঁছলেন ডানহাতি এই পেসার।

গত ৪ এপ্রিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২ উইকেট নেওয়ার পর লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির উইকেটসংখ্যা দাঁড়িয়েছিল ৩৯৯ তে। এরপর তিন ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। চারশ উইকেটের মাইলফলকে পৌঁছার অপেক্ষা শেষ হলো আজ মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এ নিয়ে মাশরাফির উইকেটসংখ্যা দাঁড়াল ১১টি ।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়