ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জের জয়রথ থামালেন সানীরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপগঞ্জের জয়রথ থামালেন সানীরা

ক্রীড়া প্রতিবেদক : ইলিয়াস সানীর অলরাউন্ড নৈপুণ্যে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  বুধবার ফুতল্লায় তারা হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

রূপগঞ্জকে কেউ থামাতেই পারছিল না। লিগের প্রথম দুই ম্যাচে জয়ের পর প্রাইম ব্যাংকের কাছে হারে তারা। এরপর টানা নয় জয় নিয়ে শিরোপার কাছাকাছি যাচ্ছিল আফতাব আহমেদের শিষ্যরা।  অবশেষে ইলিয়াস সানী, নাসির হোসেন, কাজী নুরুল হাসান সোহানরা থামালেন রূপগঞ্জকে। শেখ জামাল জিতেছে ৪ উইকেটে।

তবে সহজেই হার মানেনি রূপগঞ্জ। আগে ব্যাটিং করে ১৭১ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ।  ব্যাটিং ব্যর্থতার দিনে এগিয়ে আসেন বোলাররা।  স্বল্প পুঁজি নিয়েও লড়াই করেন শেষ পর্যন্ত। লো স্কোরিং ম্যাচেও ভয় পেয়েছিল শেখ জামাল।  হাতে ৪ উইকেট রেখে মাত্র ৯ বল আগে জয় নিশ্চিত করে সানীরা।

টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা ইলিয়াস সানী। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে আজও পেয়েছেন হাফ সেঞ্চুরি। ধীরস্থির হয়ে ব্যাটিং করে দলের প্রয়োজন মিটিয়েছেন। সানী ১০ ওভারে ১ মেডেনে ২৭ রানে পেয়েছেন ১ উইকেট। শেখ জামালের সেরা বোলার খালেদ আহমেদ। ডানহাতি পেসার ৭.৩ ওভারে ১ মেডেনে ৩১ রানে পেয়েছেন ৪ উইকেট। ৩.২০ ইকোনমি রেটে ২ উইকেট পেয়েছেন তাইজুল।

সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহম্মদ নাঈম। বাঁহাতি ওপেনার ১১২ বলে করেছেন ৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন রিশি ধায়ান।  আগের রাউন্ডে সেঞ্চুরি পাওয়া নাঈম ইসলামের ব্যাট থেকে এসেছে ১৯ রান। শাহরিয়ার নাফিস ১০, মুমিনুল হক করেছেন ১৫ রান।

শেখ জামাল লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই তারা হারায় ইমতিয়াজ (৫), মুনাবেরা (২) ও নাসির হোসেনের (৪) উইকেট।  চতুর্থ উইকেটে সোহান ও সানী যোগ করেন ৫১ রান। এ জুটি গড়ার পথে সানী পেয়ে যান এবারের লিগের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। আগের ম্যাচে করেছিলেন ৬৪ রান। এবার থামেন ৫৮ রানে। সোহান ২৯ রানে রিশি ধাওয়ানের বলে বোল্ড হওয়ার পর সানীকে সাজঘরের পথ দেখান নাবিল সামাদ। জয়ের বাকি কাজ সারেন তানবীর হায়দার। ৪৩ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান।  জিয়াউর ১০ ও তাইজুলের ব্যাট থেকে আসে ১৩ রান।

বল হাতে নাবিল সামাদ ৩ ও ধাওয়ান ২ উইকেট পেয়েছেন।

১৩ ম্যাচে ১১ জয় নিয়ে এখনও রূপগঞ্জ রয়েছে শীর্ষে। সমান ম্যাচে ১০ জয় নিয়ে আবাহনী রয়েছে দুইয়ে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়