ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিউইয়র্কে স্বাধীনতা শোভাযাত্রা ২৪ মার্চ

তোফাজ্জল লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউইয়র্কে স্বাধীনতা শোভাযাত্রা ২৪ মার্চ

তোফাজ্জল লিটন, যুক্তরাষ্ট্র থেকে : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২৪ মার্চ রোববার বিকেল সাড়ে ৫টায় ‘স্বাধীনতা শোভাযাত্রা’ আয়োজন করা হয়েছে।

বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

স্বাধীনতা শোভাযাত্রার আহ্বায়ক ফাহিম রেজা নূর জানান, শোভাযাত্রা শেষে হবে পিএস ৬৯ স্কুলে। শোভাযাত্রা শেষে স্কুলের মিলনায়তনে হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও গ্রন্থ প্রদর্শনী। স্মরণ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের কথা। পরিবেশিত হবে স্বাধীনতার কবিতা আবৃত্তি ও গান।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দীন আহমেদ জানিয়েছেন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’ এই চেতনাকে সামনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের মহা গৌরবের ৫০ বছরপূর্তি উপলক্ষে টানা ছয় বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার পালিত হবে ৪র্থ বছরের কর্মসূচি।

তিনি প্রবাসী বাংলাদেশিদের পতাকা নিয়ে স্বাধীনতা শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।





রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/লিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়